প্রকাশিত: Tue, Mar 28, 2023 5:35 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:14 PM

ঘুরে দাঁড়াচ্ছে রাজশাহীর রেশম শিল্প

মঈন উদ্দীন: ‘জিআই সনদ’ পাওয়া রেশমের কারণেই রাজশাহীর প্রধান পরিচয় হয়ে ওঠে ‘সিল্কসিটি’। এখানকার সিল্কের শাড়ি দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। লোকসানের মুখে ২০০২ সালে বন্ধ করে দেয়া হয়েছিল রেশম কারখানাটি। ২০১৮ সালে আবারো তা চালু হয়। রেশমের সুদিন ফেরাতে নেয়া হয় ১৫৩ কোটি টাকার চারটি প্রকল্প।

রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানায়, নতুন ৩৫টি জাত উদ্ভাবনের ফলে বর্তমানে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে জার্মাপ্লাজম ব্যাংকে তুত জাতের সংখ্যা ৬০ থেকে ৮৪ ও রেশম কীট জাতের সংখ্যা ৮৫ থেকে ১১৪টিতে উন্নীত হয়েছে। এর মধ্যে ২৭টি উচ্চফলনশীল রেশম কীটের জাত রয়েছে। 

গবেষণা কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, একটি নতুন জাত বের করতে দশ বছর সময় লেগে যায়। এই গবেষণার কাজ আগেই কিছুটা এগিয়ে রাখায় পাঁচ বছরের মধ্যেই শেষ করা সম্ভব হয়েছে। রাজশাহী রেশম গবেষণা ইনস্টিটিউটে জার্মাপ্লাজম থেকে গবেষণার মাধ্যমে নতুন এই ১৫টি জাতের মালবেরি তুতগাছের জাত উদ্ভাবন করা হয়েছে।

বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালক কাজী রফিকুল ইসলাম বলেন, রেশমের উৎপাদন বাড়াতে প্রধান ফসল হিসেবে চাষিদের তুত চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। এখন বাড়ির আশপাশে, রাস্তার ধারে পরিত্যক্ত জায়গায় বেশিরভাগ তুত চাষ হয়। রেশম গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকেও তুত চাষকে জনপ্রিয় করতে সাথী ফসল প্রবর্তন করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান